বিজ্ঞপ্তি -১২/০৫/২০২১ খ্রীঃ। ----------------------------------------- সরকারি ভাবে সকল ছাত্র ছাত্রী দের Unique ID তৈরীর কাজ চলছে। উরকিরচর উচ্চ বিদ্যালয় এর (৬ষ্ঠ থেকে ১০ম) সকল ছাত্র ছাত্রী যাদের মধ্যে অনলাইন জন্ম নিবন্ধন নাই, তাদেরকে জরুরী ভিত্তিতে অনলাইন জন্ম নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া হল। এব্যাপারে অভিভাবকদের সক্রিয় ভূমিকা পালন করার জন্য অনুরোধ করা হল। বিঃদ্রঃ এতদ্সংগে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি সকলের জ্ঞাতার্থে সংযুক্ত করা হল। ---প্রধান শিক্ষক।