উরকিরচর উচ্চ বিদ্যালয় গ্রামীণ পরিবেশে মনোমুগ্ধকর স্থানে অবস্থিত একটি সম্ভাবনাময়ী বিদ্যালয়। সুযোগ্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকামন্ডলী কর্তৃক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের আর্দশ মানুষরূপে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের বৈশিষ্ঠ্য।প্রতিষ্ঠালগ্ন থেকে সুযোগ্য পরিচালনা পরিষদ কর্তৃক বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। লেখাপড়ার মানোন্নয়নের জন্য শিক্ষক- শিক্ষিকামণ্ডলী ও সুযোগ্য পরিচালনা পরিষদ সদা সচেষ্ট এবং বিদ্যালয়ের যাবতীয় সমস্যা সমাধানে সক্রিয় ও তৎপর। ছাত্র- ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক- অভিভাবিকার সহয়োগিতা ছাড়া কেবলমাত্র শিক্ষক-শিক্ষিকামণ্ডলীর প্রচেষ্টায় ভাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। বিদ্যঅলয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার সার্বিক বিকাশ সাধন, কৃতি ও সফল মানুষ এবং সুনাগরিক সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।
আসুন, আমরা সবাই মিলে জাতির ভবিষ্যৎ আশা- আকাঙ্খার প্রতিক ছাত্র- ছাত্রীদের সঠিক পথে পরিচালিত করে তাদের সুনাগরিক হিসাবে গড়ে তুলি। এ মহান লক্ষ্য অর্জনে আপনারা এই বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দান করে আমাদের উৎসাহিত ও কৃতার্থ করবেন।