রা্উজান থানার অর্ন্তগত উরকিরচর ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত উরকিরচর উচ্চ বিদ্যালয় একটি সনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।উরকিরচর বাসীর অকৃতিম ভালবাসা ও ত্যাগে ১৯৭০ সালে স্থাপিত অত্র শিক্ষায়নতন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে আসছে ।অত্র শিক্ষা প্রতিষ্টানের ছাত্র হয়ে আজ বিদ্যালয়ের পরিচালনায় নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে হয়। স্কুলের এক চরম ক্রান্তিকালে ও সংকটময় মুহুর্তে আমি বিদ্যালয়ে পরিচালনায় যোগদান করে একটি জীর্ণশীর্ণ প্রতিষ্ঠানটিকে জনাকীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান তথা আদর্শ বিদ্যালয়ে রূপদানের চেষ্টায় সদা তৎপর হয়ে সকলে ঐক্যমতের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা করে আসছি।ইতিমধ্যে বিদ্যালয় ক্যাম্পাসের অসমাপ্ত দেওয়ালের কাজ সম্পন্ন করন, শহীদ মিনার নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন এবং জেেএস.সি ও এস.এস.সি তে ৯০%- ১০০% শিক্ষার্থী পাশ করে রাউজানে শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের সাফল্যের তালিকায় ৩য় স্থান অধিকার সহ উল্লেখযেোগ্য সাফল্য এসেছে।সেজন্যে বিদ্যালয়ের পাঠ দানের দায়িত্বে নিয়োজিত শিক্ষকগণ এবং প্রধান শিক্ষকের নেয়া পদক্ষেপ সমূহ প্রশংসার দাবিদার। ভবিষ্যতে মানব সম্পদ উন্নয়নে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অবিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদ , এক ও অভিন্ন সূত্রে কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুযোগ্য, সৎ, চরিত্রবান, শিক্ষিত ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।