জরুরী বিজ্ঞপ্তি -১০.০১.২০২২ঃ -------------------------------------------- আগামী ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার, ৭ম থেকে ১০ম এবং ২০২১ ও ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। ১২ থেকে ১৮ বছর বয়সের ছাত্র ছাত্রীরাই টিকা নিতে পারবে। সকাল ৯টার মধ্যে সকল ছাত্র ছাত্রীদের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সাথে নিয়ে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজ দায়িত্বে(প্রয়োজনে অভিভাবক সহ)উপস্থিত হতে হবে। কেন্দ্রে উপস্থিত হয়ে দায়িত্ব প্রাপ্ত শ্রেণি শিক্ষকের কাছে হাজিরা দিতি হবে সকলকে। টিকা গ্রহণ প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য বাধ্যতামূলক। টিকা না নিলে পরবর্তী যে কোনো জটিলতা, এমনকি ক্লাসেও উপস্থিত হওয়া যাবে না- ইত্যাদি বিষয়ে বিদ্যালয় কতৃপক্ষ দায়ী থাকবে না। বিষয়টি অতীব জরুরী এবং গুরুত্বপূর্ণ। ----প্রধান শিক্ষক।