জরুরী বিজ্ঞপ্তি -১৩.০১.২০২২ ------------------------------------- অত্র বিদ্যালয়ের যে সকল ছাত্র ছাত্রী (১২ থেকে ১৮ বছর বয়সী) আজকে টিকা গ্রহণ করেছে তারা ( যাদের অনলাইন জন্ম নিবন্ধন আছে) সুরক্ষা ওয়েব সাইট থেকে জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নং সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা কার্ড সংগ্রহ করে আগামী শনিবার (১৫.০১.২০২২) ৪টার মধ্যে স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট অবশ্যই জমা দিতে হবে। ঐ কার্ডগুলি উপজেলায় জমা দিয়ে পরবর্তী (২য় ডোজ) টিকার জন্য তালিকা ফাইনাল করা হবে। অন্যতায় ২য় ডোজ এবং টিকা সনদ পাওয়া যাবে না। যাদের অনলাইন জন্ম নিবন্ধন নাই, তাদেরকে কাল বিলম্ব না করে অনলাইন জন্ম নিবন্ধন সম্পন্ন করে সুরক্ষা ওয়েব সাইট থেকে টিকা কার্ড নিয়ে শ্রেণি শিক্ষক এর কাছে দ্রুত জমা দিতে হবে পরবর্তী ডোজ এবং টিকা সনদ পাওয়ার জন্য। এব্যাপারে সন্মানিত অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল। ---প্রধান শিক্ষক।
Back To Notices